এলোমেলো পথ
মুনতাহা জামান মনি
বলেই তো ছিলেম আমি!
আমার পথ এতটা মসৃণ নয়
যতটা তুমি ভাবো।
বহুদূর হাঁটা তো দূরের কথা
হয়ত একটু হেঁটেই হোঁচট খাবে
যতটাই কাছে টানো দূরত্ব বাড়াই তবে।
দেখোনা নিজের দৃষ্টিতে - আমাকে
বড্ড গোলাটে মনে হবে,
আমার দৃষ্টিতে দেখতে জানলে
সুন্দর সঠিক লাগবে অনুভবে।
মানুষ হলে-ও মানুষ আলাদা নিজের মত
পূস্প যেখানে গোছায় গোছায়
কাটা ও বিরাজমান তত।
কড়া নেড়ে হৃদ দূয়ারে
জোর খাটানো ইচ্ছে গুলো
মরে গেছে সে-ই কবে।
এই তো বেশ আছি
হেসেই ব্যাথা উড়াবো,
যখন আমি বন বিলাসী হব
ফুল কুড়াবো -ছেড়ে দিলেই তবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much