প্রণয় বিভোর
শাহিদা ফেন্সী
তোমার ঐ অধর মানে
গোলাপ কুঁড়িতে কামড়
তোমার জন্য অধীরতা মানেই
যেন রাগ ইমনের বিভোরতা।
তোমার ওই গ্রীবার মানে
আমার প্রেমের ঔদ্ধত্যতা
বুকের বাঁ পাশে যে হৃদপিণ্ড
সে তো আমার বিশ্বাসের কুঁড়েঘর।
তোমার বাহুবন্ধন জুলিয়াস সিজার
আমি ক্লিওপেট্রা হয়ে কাঁপি থরথর।
চমৎকার এবং মনোমুগ্ধকর লেখনী প্রিয় কবি।
উত্তরমুছুনচমৎকার হয়েছে সখী ❤️
উত্তরমুছুন