০৬ জানুয়ারী ২০২২

কবি শাহিদা ফেন্সী'র কবিতা




প্রণয় বিভোর
শাহিদা ফেন্সী

তোমার ঐ অধর মানে
গোলাপ কুঁড়িতে কামড়

তোমার জন্য অধীরতা মানেই
যেন রাগ ইমনের বিভোরতা।

তোমার ওই গ্রীবার মানে
আমার প্রেমের ঔদ্ধত্যতা

বুকের বাঁ পাশে যে হৃদপিণ্ড
সে তো আমার বিশ্বাসের কুঁড়েঘর।

তোমার বাহুবন্ধন জুলিয়াস সিজার
আমি ক্লিওপেট্রা হয়ে কাঁপি থরথর।

২টি মন্তব্য:

thank you so much