কবি ভালোবাসে
মনিরুল হক মৃধা
এতো ভালো লেখা কবি দেই সাদুবাদ
এভাবেই করে যেয়ো কবিতা আবাদ,
পাঠক হয়েই আমি যেন হই ধন্য
কবিতা বাসেনা যারা তারাই ত বন্য!
শিখে নেই যেথা পাই জ্ঞানী গুণী, লেখা
জানি সে একদিন পাবো কবিতার দেখা,
শোধাবো তারেই কবি কবিতাকে বাসি
উত্তর সে দেবে সেথা মুখে নিয়ে হাসি।
কবিতার কলি পড়ে হৃদে ঝড় উঠে
তার তরে মন হরে ব্যথা হৃদ পুটে,
কবিতা বলবে যখন কবি ভালোবাসি!
এই হৃদে ফুটবে ফুল শত রাশিরাশি।
কবিতারা অভিমানী বড্ড মন চোরা
তার বাসা পায়না যারা সে কপাল পুড়া,
বসে রই বটতলে কবিতার পথে
ভালোবাসে কবিতায় তা-ও একটা শতে।
তাইতো আমি সে বারবার কবিতা ই লিখি
আমার প্রেয়সী তারে মন লয় দেখি,
এ দেখার শেষ নেই বসে থাকি আশে
বলে দিও দেখা হলে কবি ভালোবাসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much