১৭ ডিসেম্বর ২০২১

সেলিম সেখ





নদী
             

নদী নদী নদী চিনতে আমায় যদি,
দিতাম পাড়ি তোমার সাথে কান্তর মরুছাড়ি।
চলতাম বয়ে তোমার সঙ্গে মনের আনন্দে, 
আসলে বাধা কাটিয়ে যেতাম তোমায় সঙ্গে নিয়ে। 
আমি বইছি হিমবাহ থেকে জল সঙ্গে নিয়ে,
 পার করেছি তিনটে গতি মোহনায় আগমনে।
আমি বইছি কতশত নুড়ি কাকর বালি, 
জমা করে মোহনার বুকে গড়েছি বদ্বীপখানি। 
আমার আছে শাখা নদী আছে উপনদী,
ওরাই করে জলের যোগান ওরাই করে জল খালি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much