বিজয় মানে
বিজয় মানে সবুজের মধ্যে
লাল একটি পতাকা,
বিজয় মানে বিশ্ব মাঝে
বাংলাদেশ মানচিত্র আঁকা।
বিজয় মানে স্বাধীন দেশ
আনন্দ মনের মাঝে,
বিজয় মানে দোয়েল,কোকিল
ডাকে সন্ধ্যা সাজে।
বিজয় মানে মায়ের চোখে
ছেলে হারানো জল,
বিজয় মানে ছেলে হারিয়েও
আছে যেন মায়ের বল।
বিজয় মানে বাবার কাঁধে
আদরের ছেলের লাশ,
বিজয় মানে অশ্রু মোছে বোন
হয়েছে তার সর্বনাশ।
বিজয় মানে পরাধীনতা থেকে
মুক্তির গান,
বিজয় মানে মুক্তিযোদ্ধার
রাখলো দেশের মান।
বিজয় মানে মুক্ত -স্বাধীন দেশ
সুন্দর পরিবেশ,
বিজয় মানে স্বাধীন চেতা
বাঙালি অনিমেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much