১৭ ডিসেম্বর ২০২১

লুৎফুর রহমান চৌধুরী রাকিব ( ইংল্যান্ড ) 





ঠোঁট 



তোমার ঠোঁটের আগায় 
বিন্দু বিন্দু জল 
জল টুকু শুষে নিতে
মনটা হয়েছে পাগল। 

তোমার ঠোঁট দু'টি
যাহা বলতে চায়
আমি ছাড়া অন্য কেউ 
বোঝা ভীষণ দায়।

কাঁপা কাঁপা ঠোঁট
লাল হয়ে যায়
রঙিলা বাঁশীর কাছে
ধরা দিতে চায়।

তোমার ভিজা ঠোঁট 
যেন মিষ্টি ফল
আমার ঠোঁটে ঢেলে দিও
একটু রসের জল।

চিরল চিরল ঠোঁট
কাজল কালো চোখ
তুমি ছাড়া শূন্য 
এই অভাগার বুক।

কালো তিলের ঠোঁট 
যাদুর মতো টানে 
কি যেন লুকিয়ে আছে
মায়াবী ঠোঁটের কোণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much