প্রেম আমার
মহাসাগরের গভীরতার মতো তোমার প্রেমে আমি ডুবতে থাকি-
নিজেকে হারিয়ে ফেলি,
বসরাই গোলাপের সুগন্ধি আমায় টানে না,
না গালিবের গজল-
আমি ডুবতে থাকি।
তোমাকে হারাবার বেদনা যখন অসহনীয় বিষাদের গর্ত,
যুদ্ধক্ষেত্রে কেটে যাওয়া হাতের মতো।
আকাশের নীলে আমি ভেসে যাই-
ভাসতে থাকি কোন অজানার পানে ;
পরিযায়ী পাখিদের মতো -
নিজেকে হারাই।
উজল রবির প্রভায় আমি দগ্ধ হই না-
ফসল তোলার পরে খড়কুটো পুড়িয়ে দেবার মতো,
হৃদয়ের গহীনে থাকা সূর্যটা আমায় পোড়ায় অনুক্ষণ-
আমি মরতে থাকি।
অতঃপর এক মধুর লগনে তুমি আমার হলে-
সাগরের গভীর হতে তুলে নিলে,
আকাশের নিলীমা হতে খুঁজে নিলে,
ঠাঁই দিলে প্রেমের দেউলে,
বুকে চেপে ধরে বেলোয়ারি রাগে ভাসালে,
ওষ্ঠাধর ছুঁয়ে দিলে ভীরু কপোতীর গালে-
বাঁচালে আমায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much