স্মৃতির জানালায়
(১ম পর্ব)
রাবেয়া পারভীন
কি যে হয়েছে ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা ভাবতেই মেজাজ খারাপ হয়ে যায়। যানজট লেগেই আছে। কিছুতেই যেন সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছার কোন উপায় নেই। চারপাশের আটকে পড়া না না রকম যানবাহনগুলির দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুঁচকে উঠল মাহতাব সাহেবের। রোদটাও ভিষন কড়া। এই সকাল সাড়ে নয়টাতেই ভিষন তেতে উঠেছে। তবু রক্ষা তিনি গাড়ীর ভিতরে বসে আছেন। রিক্সা, অটোরিকশা আর বাস যাত্রীদের কথা চিন্তাই করা যায়না। মনে পড়ে গেল একসময় তিনিও এইসব রিক্সা অটোরিকশার যাত্রী ছিলেন। অবশ্য তখন ঢাকা শহরের এইসব যানজটের কোন অস্তিত্বই ছিলনা। এক মাইলের ভাড়া ছিল চারআনা। তখন এই চারআানা বাঁচাবার জন্য প্রায় সময়েই পায়ে হেঁটে যাতায়াত করতেন। সে সব দিনের কথা মনে পড়লে মন খুব ভারাক্রান্ত হয়ে উঠে, মাঝে মাঝে হা্ঁসিও পায়! হায়রে! দুর্ভাগ্যের দিন, সে সব দুর্ভাগ্যের সময় পার হয়ে সৌভাগ্যের সিড়িতে উঠতে কতই না সংগ্রাম করতে হয়েছে। আজকের এই যে, নিজের পয়সায় কেনা আরামদায়ক মোটরগাড়ীতে বসে আছেন তিনি , এ তার নিরলস সংগ্রামের। সফল প্রাপ্তি।
চলবে.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much