২৩ সেপ্টেম্বর ২০২১

উম্মে হাবীবা আফরোজা





অনুভূতির পাঁজর


দুঃসাহসী ভ্রমণের পথে,
সর্বোচ্চ শিখরচূড়ায় আরোহন করে, 
কালের যাত্রার পদধ্বনি শুনতে পাও;
অথচ, বিস্মৃতিপ্রদোষে তৃষার্ত আবেগে 
সমুদ্রের ঢেউবিলাসী পাখির মত, 
ডানাঝাপটানো ঝরা বকুলের কান্না তোমায় ছুঁ'তে পারে না!

এই দেখো;
কতোটা সংগোপনে তন্দ্রা জাগরণে তোমার অনুভবের পাঁজরের ছোঁয়ায় 
জাগাইছে আজ আমার অন্তরীক্ষে 
আলোকের শতখানি ঝলকানিময় যে হৃদয়স্পন্দন;
 নিরবে, নিভৃতে, নির্জনতার ছাদরে তা আষ্টেপৃষ্টে আগলে রেখেছি আজো যতনে;
যেখানে আজ অন্যথা নেই,
অন্য কিছু নেই,

আছো 'তুমি' নামক অস্তিত্ব 
সঞ্চিত ধনরত্ন ন্যায় আমারো 
হৃদয় মন্দিরে।

তোমাকে ঘিরে রচিত হয়েছিলো যে স্বপ্নগুলো, আজ তা দুষ্টু বেড়িবাঁধের আয়ত্তে বন্দী।

সাত সমুদ্র চিৎকারের আর্তনাদে 
স্বপ্নরা বয়ে চলেছে দিগন্ত জোড়া 
শালিকের পিট চড়ে।

জ্বলাঞ্জলী দ্বীপের মাঝে
ইচ্ছে ডানা আজ নির্বাসিত,
ভাসমান নদীর স্রোতে বিলীন
স্বপ্নরা আজ মৃতপ্রায়, 
বড্ড অবেলায়, অসহায়, নিরুপায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much