২৩ সেপ্টেম্বর ২০২১

তাহিয়া মাহবুব



চোখ
 

পাওয়া না পাওয়ার যে খেলা
এই খেলায় খেয়া পাঠাব বলে
বৈঠা খুঁজে খুঁজে কাঙাল হয়ে যাচ্ছি।
যেই রোদ্দুরে নীল মিলেমিশে একাকার হত
সেখানে উড়ন্ত দূড়ন্ত চিল 
কেন এমন ডানা ঝাপটায়?
এই পথে যখন কৃষানী হাঁটে,
কৃৃষক ধান ভানতে দৌঁড়ে বেড়ায়,
সে ঘাম মুক্তার মত 
জেগে উঠে না কৃষানীর চোখে?
আমি যদি বলি পাখি হব,
রোদ্দুর ছোঁব,
তুমি দেবে আমায় এক জোড়া ডানা? 
দেবে পাখির মত ভরহীন শরীর?
যদি বলি নীলে মিলেমিশে আকাশের সাথে 
সন্ধি পাতব,
যদি বলে ফেলি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 
চিৎকারে মাতব,
তবে হবে সেই প্রতিধবনি?
যদি বলি কোনদিন আকাশ দেখিনি আমি,
তবে তোমার চোখ জোড়া কি 
আকাশের চেয়েও কম কিছু?
বল? কম কিছু ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much