২৩ সেপ্টেম্বর ২০২১

সাফিয়া খন্দকার রেখা





নিম্নমধ্যবিত্ত জীবন এবং সঞ্চয়পত্র


গতকাল খবরে একটি সংবাদ এসেছে সঞ্চয়পত্রের মুনাফা কমে যাচ্ছে। সংবাদটি এ দেশের নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যাপিত জীবনে অত্যন্ত প্রভাব ফেলেছে।  একজন সামাদ মিয়া পেনসনের কুড়ি লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনে মাসে আঠারো হাজার টাকা  লভ্যাংশ পান এবং এই ১৮ হাজার টাকায় তার পুরো মাসের প্রেসারের ঔষধ এবং চারজনার সংসারের বাজার খরচ চলতে মুদি দোকানে দেনা হয়ে যায়। সঞ্চয়পত্রের মুনাফা কমিয়ে দেয়ায় সামাদ মিয়া ১৮ হাজারের পরিবর্তে ১৩ হাজার টাকা পাবেন। চালের দাম আলু এবং ডালের দাম বেড়েছে কয়েক শতাংশ। এমন সামাদ মিয়াদের সংখ্যা এ দেশে অগণিত, সরকারের উচিত তাদের কথা মাথায় রেখে সঞ্চয়পত্রের লভ্যাংশ না কমিয়ে যেমন আছে তেমন রাখা অথবা বাজারদর বিবেচনায় কিছুটা বাড়িয়ে দেয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much