রক্তের স্বাধীনতা
সূর্যসেন বাঘায্যোতিন
শহিদ ক্ষুদিরাম
বজ্রকণ্ঠে বলেছিলেন
বন্দেমাতরম।
বিনয় বাদল দিনেশরা
জীবন দিলেনদান
ব্রিটিশদের তারিয়ে দিয়ে
রাখেন ভারতের সম্মান।
গুলিখেয়ে মাতঙ্গিনী হাজরা
বলে বন্দেমাতরম
রক্ত দিয়ে লেখা থাকবে
স্বাধীনতার নাম।
বড়োলাডকে মারতেগিয়ে
মরল ভারতবাসি
অবিরামের দীপ চালোনা
ক্ষুদিরামের ফাঁসি।
হিংসাছাড়ো আন্দোলন
করেনগান্ধীজী
রক্তদাও স্বাধীনতা দেবো
বলেন নেতাজী।
স্বাধীনতা আনলো দেশে
হিন্দু মুসলমান
কোটি কোটি বিপ্লবিরা
ভারত সন্তান।
পনেরো ই অগষ্ঠ দেশস্বাধীন হলো
পতাকা উঠলো আকাশে
বিপ্লবিরা জীবন দিলো
ভারতমাতাকে ভালো বেশে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much