একটা তুমির অপেক্ষায়
আমি এমন একটা তুমির অপেক্ষায়।
যে আমার এসিডদগ্ধ বা বসন্তের দাগে ভরা-
মুখে চুমু দিতে দ্বিধা না করে আদরে ভরিয়ে দিবে।
আর বলবে তুমি এত সুন্দর কেন?
আমি এমন একটা তুমির অপেক্ষায়।
যে আমার ক্যান্সারে আক্রান্তে ঝরে যাওয়া লোম বা-
চুল না থাকলেও আমাকে ভালোবাসবে।
নিজে নেড়া হয়ে এসে বলবে,কারো সাহস হবে না-
কিছু বলার। এই দেখ তোমার মত হয়ে এসেছি।
তোমাকে যে আমি অনেক ভালোবাসি।
আমি এমন একটা তুমির অপেক্ষায়।
যে আমার হলদে খসখসে বা তেলে ছিটকে পড়া-
হাত শক্ত করে ধরে বলবে,তোমার হাতের স্পর্শে-
আমার অস্তিত্ব ফিরে আসে।আমি নিজেকে খুঁজে পায়।
আমি এমন একটা তুমির অপেক্ষায়।
যে আমার চামড়া কুঁচকানো ফাটা পায়ে-
নূপুর বা আলতা পড়িয়ে দিয়ে বলবে,
বাহ্ তোমার পায়ে খুব মানিয়েছে তো।
আলতো করে পায়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলবে,
আমার যে খুব ভালো লাগে এটা করতে।
আমি এমন একটা তুমির অপেক্ষায়।
যে আমার কাজের মধ্যে ঘেমে যাওয়া অবস্থায়-
জড়িয়ে ধরে বলবে,এই তুমি এত খুশবু কেন?
আমি যে মাথাল হই।তোমার ঘাম মাখা শরীরে-
লেপ্টে থাকতে এত ইচ্ছে করে কেন?
আমি এমন একটা তুমির অপেক্ষায়।
যে আমার বাহ্যিক সৌন্দর্য কে নয়,
আমার মনের সৌন্দর্য কে খুঁজবে।
আমার রোগকে,আমার অসুন্দরকে,
আমার বদঅভ্যাসকে,আমার সব খারাপকে
আপন করে নিবে আর ভালোবাসাবে।
আমি বছরের পর বছর, যুগের পর যুগ,
পথ চেয়ে রইবো,এমন তুমির আশায়।
অনন্তকাল তোমারই অপেক্ষায়।
শুধু তোমারই অপেক্ষায় ।
অসাধারণ লিখেছেন, কবি।
উত্তরমুছুনশুভকামনা অবিরাম।
প্রতিটি অক্ষর জীবন।অসাধারণ অনুভূতিতে।শুভেচ্ছা রইল
উত্তরমুছুনঅসাধারণ। খুব ছুঁয়ে গেল।
উত্তরমুছুনখুব সুন্দর প্রকাশ
উত্তরমুছুন