০৫ আগস্ট ২০২১

প্রেমাংশু শ্রাবণ

 



পরিভ্রমণ


নদীকে না বলে তার পাড়েই স্থাপন করি 

সম্পর্কের ভিত্তিপ্রস্তর। 

নদী দেখার আগে

দেখি প্রিয়ন্তীকে,প্রিয়ন্তী আমার প্রথম নদী-

অথৈ ইসকুল

হাবুডুবু পাঠে হাতেখড়ি

জীবনে ভোর সকালে।


আগুনের সাথে পরিচয় পাথরের।

সভ্যতার পায়ে লেগে গেল দৌঁড় গতি,

লোহার চাক।চাকা আবিষ্কার 

চক্রাকারে ঘোরা সেই থেকে শুরু,--

পরিভ্রমণ। 

ফুল,মধু ও ঘ্রাণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much