ভেসে চলেছি
নীল সমুদ্রে ভেসে চলেছি,
নির্জনতার ঢেউকে সঙ্গে নিয়ে,
হৃদয়ে রয়েছে সীমাহীন উত্তাপ,
বাইরে দাঁড়িয়ে বেদনার বুঁদবুঁদ।
চলেছি কোন অচিনপুরির দেশে,
একাকীত্ব হয়েছে চলার সাথী,
মেঘের মধ্যে মেঘ করছে আনাগোনা,
মনের মধ্যে চলছে অজস্র চিন্তাভাবনা।
ভরদুপুরে চলার সাক্ষী সোনালী রোদ্দুর,
উদ্বেল হৃদয়ে কেবল নীরবতার ক্ষতচিহ্ন,
পুলকিত হই যখন ভেসে ওঠে স্মৃতি,
কিন্তু ক্রমশঃ তা আবছা হয়ে মিলিয়ে যায়।
চলতে চলতে উদাস হয়ে যাই আর ভাবি,
সকলেই কেমন যেন ছুটে চলেছে,
একটু ভালোবাসা পাওয়ার তরে,
কিন্তু সে তো অদৃশ্য, অথচ
প্রত্যেকের অন্তরে বিরাজমান,
আত্মিকটানের অনুভূতিতেই,
থাকে সদা জাগ্রত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much