অসুস্থ্য পৃথিবী
মাটির নীচেজল কমছে
ডাঙায় জলোচ্ছৃস
আর কটাদিন পরে মানুষ
চাঁদে করবে বাস।
বারে বারে নিম্মচাপ
প্রকৃতির কি খেলা
হরকা বানে ঘরবাড়ি ভাসে
গাঙে যেন ভেলা।
মেঘ ভাঙা বৃষ্টি কোথাও
যেখানে সেখানে ধস্
কোথাও আবার দাবানল
মাটিতে নেই রস।
হিমালয় পড়ছে গলে
সূর্যের বেড়েছে তাপ
সমূদ্র থেকে উঠেআসে
গভীর নিম্মচাপ।
গাছ গাছালী হচ্ছে কাটা
বাড়ছে গাড়ী বাড়ি
পৃথিবীর ভারসাম্য এবার
দেবে আকাশ পাড়ি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much