৩০ আগস্ট ২০২১

হা‌বিবুর রহমান হা‌বিব




দগ্ধ দীর্ঘশ্বাসঃ


দীর্ঘশ্বা‌সের অ‌তি দীর্ঘ দগ্ধ গু‌লো,

যতই কা‌ছে যাই,ততই দূ‌রে পাই,

দি‌কে দি‌কে শুধু ভরা হাহাকার ,

নাই শুধু নাই ।

চৈ‌ত্রের দ্বা‌হে পোড়া শুস্ক কান‌ণে,

বিরস ক‌ন্ঠে শুধু পা‌খির ডা‌কের আর্তনাদ ।

তৃ‌ষিত বুক ফাটা পিপাসায় চে‌য়ে থাকা,

অ‌গ্নি আকা‌শের পা‌নে আর পা‌নে ।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much