দগ্ধ দীর্ঘশ্বাসঃ
দীর্ঘশ্বাসের অতি দীর্ঘ দগ্ধ গুলো,
যতই কাছে যাই,ততই দূরে পাই,
দিকে দিকে শুধু ভরা হাহাকার ,
নাই শুধু নাই ।
চৈত্রের দ্বাহে পোড়া শুস্ক কানণে,
বিরস কন্ঠে শুধু পাখির ডাকের আর্তনাদ ।
তৃষিত বুক ফাটা পিপাসায় চেয়ে থাকা,
অগ্নি আকাশের পানে আর পানে ।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much