মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
ঋত ও প্রকৃতি-
বসন্ত আর চৈত্রৈর অবসানে-
গ্রীষ্ম আসে বৈশাখের নিমন্ত্রণে!
চৈত্রৈর খরা শেষে,
বৈশাখী ঋতু হাসেঁ-!
প্রকৃতির প্রয়োজনে,
গ্রীষ্মের আয়োজনে-
নিলর্জ্জের মতো সে-
থেকে যায় বহুদিন!
বহু ঝড় আর বৃষ্টিতে,
একাকার করে রাত্রীদিন।
thank you so much
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much