১১ এপ্রিল ২০২১

মোঃ লিকসন আহম্মেদ




ঋত ও প্রকৃতি-



বসন্ত আর চৈত্রৈর অবসানে-

গ্রীষ্ম আসে বৈশাখের নিমন্ত্রণে!

চৈত্রৈর খরা শেষে,

বৈশাখী ঋতু হাসেঁ-!


প্রকৃতির প্রয়োজনে,

গ্রীষ্মের আয়োজনে-

নিলর্জ্জের মতো সে- 

থেকে যায় বহুদিন!

বহু ঝড় আর বৃষ্টিতে,

একাকার করে রাত্রীদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much