১১ এপ্রিল ২০২১

ফিরোজ আহমেদ জুয়েল




 প্রিয়তমা


তুমি জানো কি না,জানিনা,

আমার নিরব চোখের ভাষা;

তুমি বোঝো কি না,বুঝিনা,

সুপ্ত হৃদয়ের না বলা কথা;

তবুও ভালোবেসে যাবো অন্তবিহীন,

করে যাবো তোমার আমি,শুভ কামনা।


আমার নিরব ভাষার সাক্ষি,

প্রকৃতির সাথে মিশে থাকা-

গাছ পালা আর পশুপাখি;

নদীর ঢেউ এর সাথে মিতালি করে,

জানাবো আমি,মনের অভিব্যক্তি;

তবুও তোমায় বলবোনা কখোনো,

সদা একরাশ আমি ভালোবাসি। 


আমার মনের ফুলদানিতে আছে,

তোমার সৌরভেরই ছোঁয়া;

রেশমি চুলের সুবাসে হৃদয়,

ব্যকুল মাতওয়ারা;

তুমি জানবেনা কোনদিন,জানতেও পারবেনা;

কি ছিলো আমার মনে,

তোমার প্রতি অপ্রিতিম ভালোবাসা।


ভয় হয় যদি তুমি,ভুলবুঝো আমায়,

নিরবে বলে যায় ভালোবাসি তোমায়;

যেটুকু পেয়েছি আমি স্মৃতি হয়ে রবে,

অবসরে একাকি না হয়,

স্বপ্নে মিশে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much