১১ এপ্রিল ২০২১

স্বপন কুমার ধর




আনমনে



একটু স্পর্শ,মিষ্টি হাসি, আর -

আধফোঁটা মুখ নিঃসৃত শব্দগুলো,

বদলে দিয়েছিল আমাকে,

ভুলিয়ে দিয়েছিল,প্রিয়াহীনের

অদৃশৃ যন্ত্রণা,আবছা হচ্ছিল স্মৃতি।

ডেকে সে ছাড়াতো শয্যা,

হয়তো বলতে চাইত -

"ওঠো খেয়ে নাও", "বেরোতে হবে",

কর্ম জীবনের দৈনিক রুটিনে।

ভরসা যোগাত, আশ্বস্ত করত,

জীবনের প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে।

সন্ধ্যায় বাড়ি ফিরলেই, তার দর্শনে

দুর হত সমস্ত ক্লান্তি, চিন্তা,অবসন্নতা।

পাশে এসে বসে শোনাত,

সারাদিনের অভিযোগ,অনুযোগ,আর -

শেষে চলত তার মান-অভিমান,

ভাঙ্গানোর পালা, আদরের পালা।

এমনি করেই কাটছিল,আনন্দের দিনগুলি,

আর চলছিল অতীত বিয়োগ যন্ত্রণার উপর প্রলেপ।


হঠাৎ একদিন নিয়তির ডাকে অকালে,

সে ও, কন্যা ও চলে গেল,

আর আমি হয়ে পড়লাম,একা

সম্পূর্ণ একা,প্রকৃত একা, আর -

আজ ও খুঁজে বেড়াচ্ছি, তাদের

নিজেরই আনমনে, অজানা জগতে,

যদি একটিবার, অন্তত একটিবার,

স্ব-বিলীন এর আগে, কোথাও দেখা পাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much