অনন্য একুশ
(১)
একুশ মানে জিয়ন কাঠি,
একুশ মানে বাঙালি মননের বাতি।
একুশ মানে ছাত্র-জনতার
রক্তে সিক্ত অমর স্বাধীনতা।
একুশ মানেই আত্মার লড়াই
একুশ মানেই বাঁচার প্রেরণা।
একুশ মানে ৫২র রক্তে ভেজা
বাক-স্বাধীনতার কাননে কুসুমকলি।
একুশ মানে বাঁচার রসদ,
ভালোবাসার দৃঢ় সংকল্প।
একুশ মানে আগামীর পথ চলা প্রভাত ফেরী,
একুশ মানে তুমি আমি চলতে পারি সারাটা পৃথিবীব্যাপী।
(২)
একুশ মানে বলতে পারি
আমার মুখের ভাষা।
একুশ মানেই বলতে পারি
আমি খাঁটি বাঙালি ঘেঁষা।
একুশ মানে চেতনায় জাগা
দৃঢ় প্রত্যয়ের কথা।
একুশ মানেই বাঁধতে পারি
ভালোবাসার নির্ভেজাল খাসা বাসা।
একুশ মানেই সোনার বাংলার
কুমোর, ছুতোর ,তাঁতি ,চাষা।
একুশ মানেই প্রাণের ভাষা
অমৃত আছে তাতে ঠাসা।
এই ভাষাতেই গান গেয়ে
নিতাই গোরা আনল দেশে
ভালোবাসার প্রেমগাথা।
একুশ মানে আমার গর্ব,
একুশ মানে প্রভাতফেরির ,
রঙিন স্বপ্ন দেখার গল্প।
(৩)
একুশ মানে খুঁজে দেখা,
বাহান্নের রক্তে ভেজা,
বাংলা ভাষার কান্না।
একুশ মানে দৃঢ় প্রত্যয়ে
গর্জে ওঠা বেআব্রু বাংলা
ভাষার রক্ষা শালীনতা।
একুশ মানে বাংলা ও বাংলা ভাষার বিভাজনীতি বানচাল করা।
একুশ মানে পায়ের মাটি শক্ত করতে,
হাতে হাত রেখে চলা।
একুশ মানে শপথ নেওয়া,
বাঙালি বাংলা ভাষার হৃদপিণ্ড রক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much