একুশের জয়গান
পরমতলা, মুরাদনগর, কুমিল্লা
রক্ত মাখা শরীর নিয়ে
কাফেলায় ফিরে যায়
একুশ এলেই স্মৃতিরা দাঁড়িয়ে
বারে বারে কাঁদায় ।
জীবনের মায়া করেনি কখনো
স্বপ্ন জাতির জন্য
প্রেম কাকে বলে দেখিয়ে দিলো
স্বদেশ করতে ধন্য।
মা,মাটি আর মাতৃভূমি
জগতে শ্রেষ্ঠ মধুর ভাষা
মন আনন্দে কথা বলে
কামার কুমার চাষা।
বাকরুদ্ধ করতে চেয়েছিলো
পাকের উর্দু বুলি
হয়নি সফল,বুলেট নিয়েও
রক্তে ভিজালো ধুলি।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা এদেশের প্রান
বারে বারে আমায়,মনে করে দেয়
একুশের জয়গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much