২০ ফেব্রুয়ারী ২০২১

মোহাঃ হাসানুজ্জামান




অপ্রতিরোধ্য


প্রত‍্যাশায় বসে হয়েছি অগ্রসর

যানিনা কোথায় হবে এর শেষ

আত্মবিশ্বাসে পড়েনি ভাটা

তাই আজো আমি স্বতস্ফূর্ত।


মানিনি কোন বাঁধা বিপত্তি

করেছি সব কিছু ধূলিসাৎ

এগিয়েছি অধীর আগ্রহে

যানিনা কবে ফুরাবে এই পথ।


আশা আছে প্রবল বুকে

ধরেছি আমি সৎ পথ

অতিক্রম করব সব বাধা

নিয়তি যদি হয় সহায়ক।


আমার পদতলে সব বজ্রঘাত

তবুও আমার পথে আমি নিশ্চল, 

বুকের মাঝে আছে প্রত‍্যাশা

যানি আমি নিশ্চিত হব সফল।


আমার অন্তরে পরিপূর্ণ মনোবল

সংগ্রামের পথে আমি আবিচল,

থামবোনা আমি হব অগ্রসর

আয়ত্বে আনবো আমার আকাঙ্খিত বিজয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much