২০ ফেব্রুয়ারী ২০২১

ফিরোজ আহমেদ জুয়েল




দাগ

অভিশপ্ত বন্দিজীবন,নির্বাক হাহাকার;

মিনতিতে আর্তনাদ,স্মৃতিতে অম্লান;

বারেবারে উপহাস,অগোচরে উচ্ছাস;

ক্ষনিকের আনন্দে,মন মাতানো উল্লাস।


হারাবে হারাবে সবি,যত ছিলো প্রহসন;

রয়ে যাবে চিরদিন,অনুতাপের ক্রন্দন;

অভিশপ্ত বাতাসের,সুবাশিত গন্ধে;

হৃদয়ে জমেছে,ব্যথারি পাহাড়।


জীবনতো একটাই,নাটকের সমাহার;

না পাওয়ার বেদনায়, প্রতিদিন কেটে যায়।

বাঁচার লড়ায়ে আজ,মৃত্যুর যাত্রী;

ব্যথারি তিব্রতায়,হৃয়টা ফেটে যায়।


অভিলাসের লালসায়,জীবনটা পুড়ে ছায়;

এলোমেলো জীবনটা,আঁধারে ঢেকে যায়;

নিয়তির কাছে যেন,লান্হিত সমাহার;

জীবনের জয়গান,সমাধীতে উপহার।


আসুক আঁধার যতো,কেটে যাবে সহসায়;

স্মৃতি শুধু ভেজাবে,চোখের ভাষায়;

রক্তিম হৃদয়ের জাগ্রত নীতিতে,

পথচলা অবিরাম,নিবৃত্ত-বৈপরীত্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much