মিলনের হাসি
আতিয়ার রহমান
পদ্মা করাল স্রোতে বয়ে চলা নদী
নির্মম ক্রোধে মন ভেঙে নিরবধি
সুশোভিত বনভূমি ফসলের মাঠ
স্বপ্নের গৃহে আনে যাযাবর পাঠ।
শাসন না মানা সেই জলধুমকেতু
নতশিরে মেনে নিলো বুকফোড়া সেতু
কোমল তটিনী বাঁধা কঠিনের জালে
বৃথা আক্রোশে ঢেউ ফেরে পালেপালে।
যেমন ফিরেছে শঠ ঢেলে বিষজ্বালা
বিনিময়ে গলে পরে করুনার মালা।
গর্বিত বুকে আজ দৃঢ় ব্রতচারি
অবাক বিশ্ব দেখে 'আমরাও' পারি।
গৌরব পেলো জাতি, ঘরহারা ঘর
যুগযুগ ধরে যারা ছিলো যাযাবর
চর থেকে চরে ঘুরে শত উৎরাই
জীবনের সন্ধান, পেলো ওরা ঠাঁই।
ভাঙনের ব্যথা ভুলে দুই তীরবাসি
সাজসাজ রবে হাসে মিলনের হাসি
সময়ের পিছে যারা দূরবাসিগণ
তারা পেলো দ্রুততার সেতুবন্ধন।
জাতিগত অপমান একা গায় মেখে
চেতনার মহাবীর ইতিহাস লেখে
হে বীর! সালাম লও দৃঢ়তার ভূমি
অনন্য দেশ প্রেমে সাহসীকা তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much