মুনাফা
জসীম মাহমুদ
পুষ্টিসম্ভারে আম
লুকিয়ে ছিল পাতার আড়ালে
লতানো বৃক্ষের ডালের সাম্রাজ্য
দিয়েছিল নিরাপত্তা তাকে।
মৃত্তিকার সবুজ বল্কল
অঙ্গে পরিধান ক'রে
সে-ও রোদের মায়াবী ওমে
পাল্টায় বসন।
শর্করাগুণে সমৃদ্ধ হ'লে
মুনাফার দৃষ্টির তীর
বিদ্ধ করে বাজার
সাম্যবাদী শরীরের সীমান্ত ছুঁয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much