২১ জুলাই ২০২২

কবি তাহেরা আফরোজ এর কবিতা প্রেমের গান"




প্রেমের গান

তাহেরা আফরোজ


তুমি বলেছিলে, গান শোনাবে 
এমন একটি গান, যা কেবলই আমার হবে 
আমার জন্য তোমার কন্ঠ নিঃসৃত সুর 
তোমার কন্ঠে উচ্চারিত গানের প্রতিটি বাণী 
আমার জন্য 
আমার জন্য তোমার সবটুকু গাওয়া। 
তুমি শিল্পী নও
কিন্তু তোমার প্রেমের তানপুরায় যে সুর ওঠে 
তা যেন শ্রেষ্ঠ সুর হয়ে বাজে আমার ধ্যাণে 
আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায়
তোমার আবেশ জড়ানো কন্ঠ 
আমাকে মোহাবিষ্ট করে রাখে সমস্ত দিন 
আমি অপেক্ষায় থাকি 
তুমি বলেছিলে, গান শোনাবে 
কেবলই আমার জন্য তোমার সেই গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much