কদমে কদম
নাছিমা মিশু
কদমে কদম মিলিয়ে চল না
এই আমার সাথে
থমকে কেন দাঁড়িয়ে গেলে
পাতা ঝরা খোলা প্রান্তরে
কন্ঠ মিলাও না
এই আমার সাথে
বলতে পারি দুরন্ত কোনো হাওয়া ভাসিয়ে নিবে না
তোমার কন্ঠ রোধে
হাতে রেখে হাত চল না বরফ জড়ানো পথে
এই আমার সাথে
জমে পাথর হবে না
শৈল চূড়া রশ্মি ছোঁয়ায় তুমি সরব রবে
কথাদের দিয়ে দাও ছুটি
আবেশ অনুভবে খানিকটা হৃদয় ছুঁয়ে দাও না
গহীন অতলান্ত গহীন বাঁকে
তোমায় খুঁজে পাবে
যতটা এগুনো ততটা পিছন ফিরো না
অসম বেসুরো এক রেখা অস্পষ্ট মুছা মুছা
নয়ন গোচর হবে
আমার অস্পৃশ্য সুধা, তোমার অস্পষ্টতা
তোমায় আনন্দ কুঞ্জ সুধা আহরিত ঝিরিঝিরি আবেশী করে তুলবে
তোমাতে দুঃসাহসী মুগ্ধ হওয়া
এ যেন চলতি পথের দমকা হাওয়া
এই আমারি তিয়াসী বাসনায় ঠোকাঠুকি করত
ভেসে ভেসে যাওয়া
আরশি ধর না
এই আমার আড়াল হয়ে
গহীন গভীর হৃদ ছায়ায় দেখতে পাবে
যেথায় ছিলে সেথায় আছো
মধ্য কিছু সময় গেলো
এমনি কিছু অজয়া সময় কখনো কখনো থমকে দাঁড়ায়
ধরিত্রী তারে আপন করে তুলে নেয় আপন গহ্বরে
অভিযোগ অভিমান বিহীন বিশুদ্ধতায় তোমায় নির্দোষ রাজা সাজিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much