১৯ মার্চ ২০২২

কবি মিতা নূর এর কবিতা





আমায় তুমি খুঁজবে 
মিতা নূর 



তুমি, তোমাকে পেয়েছিলাম শূন্যতার মতো, 
একমুঠো মিথ্যের ঘর আর বিষন্নতার উঠোনে !
তোমাকে পেয়েছিলাম ঘুটঘুটে আঁধারে, 
মুখ মুখথুবড়ে পড়ে থাকা জোনাকির আলোয় !
তোমাকে পেয়েছিলাম  নির্জন নির্ঘুম রাতের, 
অদেখা ভালোবাসার মাঝ পথে,
তুমি,তুমি দাঁড়িয়ে ছিলে একজোড়া বিশ্বস্থ হাত বাড়িয়ে ! 
তোমাকে পেয়েছিলাম আমার কাব্যের মতো,
তোমাকে পেয়ে ভেবেছিলাম..!
আমার জীবনের অস্তিত্বের কোণ জুড়ে,
যেন এক স্বেচ্ছায়  মন খারাপী উড়িয়ে দেওয়া নীল আকাশ তুমি! 
তুমি, তোমার মায়াবী মুখখানা দেখে নিঃশ্বাস ছেড়ে ভেবেছিলাম, 
একজীবনের সমস্ত সুখ বুঝি তোমার ঐ বুকে রাখা, 
নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারি আরো কিছু সময়!
তুমি,তোমাকে পেয়েছি আজ ঠিকই, কিন্তু- কাছথেকে দেখে মনে হচ্ছে,
ভয়াবহ কালবৈশাখী ঝড়ের মতো, 
এ-ই বুঝি আবার সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে! 
তুমি এসেছো ঠিক, কিন্তু অবেলায়, অবহেলা হাতে নিয়ে, 
তোমার চোখে ভালোবাসা কই? আমি তো খুঁজে পাচ্ছি না! 
হঠাৎ আমার বুকের ভেতরটা যেন ঝরে  
যাওয়া পাতার মতো, 
দুমড়েমুচড়ে ভেঙে যাওয়ার শব্দ পাচ্ছি..?
আমি কী ভুল করে  আবারও চোরাবালিতে পা দিয়েছি?
দৌড়ে আয়নার কাছে গিয়ে নিজেকে  আত্মাসমর্পণ করলাম। 
আয়নায় চোখ পড়তে দেখি, আমার আনন্দ গুলো, 
বিষন্নতা দীর্ঘশ্বাস ছেড়ে একেকটা করে নালিশ জানাচ্ছে। 
কপালের কালো টিপ আত্মচিৎকার   দিয়ে বলছে, 
আর কতকাল এমন করে দুঃখ লুকাবে...?
চোখে দু'টোও সুযোগ পেয়ে, স্যাঁস্যাঁতে হয়ে বলে উঠলো, 
আর কতকাল এমন করে  কাজল টেনে অশ্রু লুকাবে...?
ঠোঁট গুলোও সুযোগ ছাড়েনি একটুও, বলে উঠলো,
ঠোঁটের নীলচে ব্যথা গুলো আর কতকাল, রঙবেরঙে, রঙ মেখে ঢেকে রাখবে..? 
তখন আমি লজ্জায় চৈত্র কাতুরী হয়ে বর্ষা মেঘ খুঁজি, 
বুক ফেটে ভেতর থেকে তুমুল বেগে  বর্ষণ শুরু হয়। 
তুমি, তুমি চোখ মেলে দেখতে পাবে..!
তোমারও মনে পড়বে আমায়, 
কোনো এক পিচঢালা কংক্রিটে, 
যখন প্রচন্ড  হোঁচট খেয়ে পড়বে...!
বর্ষাস্নাত  কোনো বিকেলে আমাকেই তুমি খুঁজবে, 
নিঃসঙ্গতার চাদর, তোমাকে তখন জড়িয়ে ধরবে। 
তখন আমাকেই তোমার ভয়াবহ প্রয়োজন হবে,
হয়তো সেদিন দেখবে আমি নেই, মনে হবে আমিই তোমার,সকল রোগ শোকের সমাধান..!
দুজনের মনে এতো ভালোবাসা ছিল, তবু আজ। 
তবুও জীবনের কোনো মোড়েই আমরা নেই, 
সেইদিন  তুমি হয়তো থাকবে, কোনো টোং দোকানে বসে, 
হাতে নিকোটিন, ঠোঁটে চায়ের কাপ...!
তবুও চুম্বনের আবেশ অনুভব করছো আমায় মনে করে। 
তোমার চোখ দু'টো জলাশয়, কিন্তু খুব কৌশলে চশমার আড়াল ডাকবে। 
তখন আমাকেই তুমি খুঁজবে..!
আর আমাকে  হয়তো শহরের কোনো গোরস্তানে,
মাটি তার বুকে লুকিয়ে রাখবে সবুজ ঘাসের সুগন্ধিতে। 
তখন  মনে  অজান্তেই, মনে পড়বে, তোমার কবিতায় কী, আমি ছিলাম? 
তুমি,সেদিন শেষ বারে হয়তো, আরো একটা কবিতা খুঁজবে। 
আমার নামে লিখা হবে, তুমি, সযত্নে  লিখবে !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much