যেখানে দিন রাত চলে
আশ্রাফ বাবু
যে পৃথিবীতে আমাদের বাস তুমি ছিলে চুপচাপ,
শেষ হয়ে যাইনি আমি আগন্তুক
যেখানে দিনরাত চলে বেচাকেনা।
চেয়ে চেয়ে রত হই প্রার্থনায় - প্রেরণা আর ভালোবাসা, জ্বলছে ভেতর থেকে - রত হই প্রার্থনায়
এই জীবনের আগে মৃত্যু হয়েছে।
আরেকটা জীবনে আগুনের তাপে তরুণ হৃদয়
শুধু আন্দোলিত তপ্ত শোণিত ফুটছে আমার ধমনিতে
আমার অনুভূতিগুলো ভেতরে ভেতরে বেঁধে ফেলেছে,
জন্তুতে পরিণত হয়েছি বিশ্বস্ত প্রাণীর মতো,
যেখানে দিন রাত চলি আর ভুলি
ভেতরে ভেতরে আমি গজরাই।
আমার ভয় ও টান প্রশমিত হবার নয়-আমি প্রাণবন্ত,
শেষ হয়ে যাইনি এইভাবে আর ভাবতে পারি নি
আর আমি চাই তুমি, ঠাণ্ডা বাতাস খেয়ে বলি।
সুখের চোখে জলে ভেজা দেখেছি স্বপ্নে
কোথায় এলাম সত্যিই এই মোকাম আমার
এই অনন্তদৃষ্টি রেখে,এই জায়গার উপর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much