পরিচয়
মহুয়া চক্রবর্তী
আমি কে কিবা আমার পরিচয়
সারাজীবন ভেবেই মরলাম
কি আছে আমার বিষয়-আশয়।
এই মানবজমি জ্ঞানের অভাবে
অজ্ঞানেতেই রয়ে গেল
তিল তিল করে এবার
যাবার সময় যে ঘনিয়ে এলো।
যতই আমি আমার আমিকে
খুঁজে মরি শত মানুষের ভিড়ে
ততোই আজ একাকিত্ত এসে
ভিড় করে আমার মনের ঘরে।
আমি যেন এক আঁধারের পথে
হেটে চলেছি বহুকাল ধরে
আজ আর কেউ সঙ্গী নেই আমার হাতদুটো ধরবার।
নিজের অহং ত্যাগ করো একটি বার ভাবো
টাকা-পয়সার রূপের ছটা কিছুইতো স্থায়ী নয়
একদিন এই মানব দেহ মাটিতেই বিলীন হয়।
মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মেছিলেম আমি
আজ মান আর হুশ ভুলে
আমার আমি'তে মত্ত হয়েছি আমি।
জ্ঞানের প্রদীপ জ্বালো এবার
নিজের মনের মাঝে,
প্রভুর নাম স্মরণ করো
ও মন তুমি সকাল সাঁঝে।
তবেই তুমি হবে পার এই ভবসিন্ধু হতে
এক টুকরো সাদা কাপড় ছাড়া
কিছুই যে যাবেনা তোমার সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much