মন
জাবেদ আহমেদ
কবিতার পিছু দৌড়তে
দৌড়তে একদিন হারিয়ে
যাবো আমি হারিয়ে যাবে কবিতা,
মন তুমি হবে স্বপ্নহীন
শব্দহীন হবো আমি,
চাওয়া পাওয়ার ইতি শূন্য
আত্মার জগতে
পাই যদি তোমায়
হারাবো না আর কখনো
ওপারে পারবো কি লিখতে তোমায়
প্রাণেশ্বরি আসবে ডাকি যাদি
পংক্তি হয়ে কবিতার।
মন ডাকে মন তোমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much