রিপু
সানি সরকার
এখন পেঁচিয়ে ধরার জন্যে
কালো রঙের জাল তাড়া করবে,
উত্তেজিত করবে, ভয় দেখাবে, কিন্তু
আপনি আলোর সন্তান দাঁত চেনেন, পথ চেনেন…
এই যে হাজার বছর থেকে অন্ধ করে
কারা শেকল পরিয়ে রেখেছে চুপচাপ, আর
আপনাকে অন্ধের মতো ক্রোধ ও ভয়ার্ত
ক্ষুধার সামনে ভিক্ষুক বানাতে বানাচ্ছে বারবার
মার্চ মাসের এই রাতে নিজের আত্মার সামনে দাঁড়ায়ে
জিজ্ঞেস করুন কুসুম, আসল ও সত্যি কোনটা
একটি ক্ষিপ্র ষাঁড় খাদের কিনারে শিং দোলাচ্ছে
এখন আপনাকে শীত, গ্রীষ্ম, বর্ষা এমনি করে
ঋতু পরিক্রমণ করানোর জন্যে মাঠে নামবেন
রেফারি ও চার কোণে চারটি সহ রেফারি
এমনকী অনবরত আপনার চোখে মাথায়
ও সমগ্র দেহে কাঁদানেগ্যাস ছুঁড়ে
কাঁদানোর চেষ্টা চলবে, হাসানোর চেষ্টা চলবে
একটি ওটি রুমের ভেতর, এবং
আপনার জানা দরকার রিপুর তাড়া পেলে লক্ষ মাইল ফলক
পেরিয়ে ঝড়ের মতন ক্ষিপ্র ষাঁড় দোঁড়ে আসে
কিন্তু এক্ষুনি আপনাকে অবলোকন করতে হবে
আত্মার ভেতর আপনারই আঁকা গণ্ডিটিকে, আর
সূর্যালোকের কাছ থেকে হাত পেতে
চেয়ে নিতে হবে, রিপু থেকে আত্মরক্ষার রক্ষা কবচ
ভয় নেই কুসুম, আপনার ভয় পেতে নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much