২১ ফেব্রুয়ারী ২০২২

কবি মমতা রায় চৌধুরীর কবিতা




অমর একুশ
মমতা রায় চৌধুরী



একুশ মানে মাতৃভাষা
একুশ প্রাণের চেতনা।
একুশ মানে ছদ্মবেশে
লুট চালায় ঘাতকেরা।
একুশ মানে ভাইয়ের রক্তে
রঞ্জিত প্রাণের ভাষা।
একুশ মানে ভাষার দাবিতে
রক্ত ছোটায় শিরায়।
একুশ মানে বাঁচার লড়াই
অহংকার আপামর বাঙালির।
একুশ টাটকা ক্ষতে 
দৃঢ় প্রত্যয় রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much