বীর সৈনিক
সেলিম সেখ
ওহে বীর সৈনিকের দল তোমরা অবিচল,
রক্ষা করতে জন্মভূমিকে বদ্ধপরিকর।
তোমরা রণবীর,করনি নত শির,
দেশের মান রক্ষা করতে হয়েছো সৈনিক।
শত্রুদের করেছো পরাজয়,
তাই আজ করছে তারা ভয়।
সৈনিক তুমি তোমার সাহসে দেশ যে সাহস পাই,
দেশের ভিটে রক্ষা করো প্রাণ যদি চলে যায়।
ওই দেখো ভাই বীর সৈনিক হারাচ্ছে আজ প্রাণ,
ওদের রক্ত সাক্ষ্য দেবে আমরা দিয়েছি বলিদান।
দেশরক্ষায় লিখিয়েছে নাম ওরা সকলেতে,
তাইতো আজ পড়ে রয়েছে দেশের কোলেতে।
ওদের বুকের ওপর থাকবে যেদিন দেশের পতাকা,
ফুল দিয়ে শেষ বিদায় দেবে, দেবে শহীদের মর্যাদা।
যুদ্ধের সময় তোমরা যদি না দেখাতে বীরত্ব,
দেশ আজ হতোনা পরাধীনতা থেকে মুক্ত।
তোমাদের আত্ম বলিদান ভুলবে না কভু দেশ,
যতদিন থাকবে এই প্রাণটুকু অবশেষ।
অসংখ্য ধন্যবাদ জানাই পরিচালক মন্ডলীকে
উত্তরমুছুন