রূপকথার বক
আব্দুস সালাম
করোনা মাখানো শ্বাসকষ্টের সংসার শব্দহীন যাতনাগুলো বৃষ্টিবাদলে ঝাপটা খায়
চুমু খায় বিপন্ন বিশ্বাস
শব্দের আলনায় টাঙিয়ে রাখি স্বপ্ন
রক্তাক্ত বিবেক চড়ে জীবনের পিঠে
চুরমার হওয়া মানুষ ভাষণ শোনে অন্ধকারের
তার পর আত্মক্ষরণের পুকুরে সেরে নেয় স্নান
বসবাসের ঠিকানায় দাফন হয় সভ্যতা ভাবের ঘরে রুদালীরা আসে
অলীক কান্নার বাষ্পায়নে মুখর করে মহল্লা
দুঃখের প্রহসন সাজায় ,
মৃত শবের উপর ভনভন করে মাছি
ভাঙা রেলিঙে বসে শিকার খোঁজে প্রত্যাশার বক
আমাদের আশ্বাস গুলো ঢেউয়ে ঢেউয়ে মাতোয়ারা
প্রার্থনার ঘরে বসে আছে অলীক ভগবান বিশ্বাসের চাতালে মাথা ঠুকি দুবেলা
নিদ্রালু চোখে পুরোহিত ছিটিয়ে দিচ্ছে শান্তিজল
রূপকথার পাতালপুরীতে তলিয়ে যাচ্ছে আমাদের সব আহ্লাদ
১২/০১/২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much