সন্তান কখন হয় শয়তান?
শিবনাথ মণ্ডল
পিতা মাতা সন্তানদের বড়ো করে
খাইয়ে বুকের সুধা
তাদের মুখে হাসি ফোটাতে
লুকায় নিজেরক্ষুদা।
কষ্টকরে লেখাপড়া শিখিয়ে
চাকুরী দিলে কিনে
বিয়ের পরে কিছু ছেলেরা
বাবা মাকে রাখেনা মনে।
পিতামাতাকে ভাত দেয়না
বিদেশি কুকুর পোষে
সর্ব হারা বাবা মা এখন
চোখের জলে ভাষে।
চালাঘরে জায়গা দেয়
নতুবা সিঁড়ির তলায়
বাবামাকে খেতে দেবনা
বলে জোড় গলায়।
বন্ধু বান্ধব এলেপরে
তাদের যত্ন কত
বাবা মা চাইলে খেতে
গালি দেয় যত।
কষ্টকরে সন্তান মানুষ করে
পেলাম এই ফল
মরার সময় তোদের হাতে
চাইনা খেতে জল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much