বিনয়
ছিল আমার এক বন্ধু।
খেলাধুলায় ছিলো দক্ষ।
কি টেনিস, কি ফুটবল, কি সাঁতার
আমরা দুজনে সাঁতারে ছিলাম দক্ষ।
হঠাৎ সেদিনটা মনে পড়ে গেল।
আমাকে বললো “তুই তো গোলকিপার” বল আমি জোরে মারবো,
তুই বুকে ধরতে পারবি না।
আমি বললাম ‘চ্যালেঞ্জ”।
বিনয় সুতীব্র জোরে মারলো সর্ট,
আমি বলটা গ্রীপ করে নিলাম।
বুঝলাম ও অনেক বড়ো হবে। হ্যাঁ ও বড়ো হয়েছিল। মোহনবাগান ক্লাবে খেলেছিল, আজ বিনয় নেই। কিন্তু ওর স্মৃতিটা হৃদয়ে রয়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much