২৮ ডিসেম্বর ২০২১

কবি নিপুন দাস এর কবিতা





মোহনায় এসে

মোহনায় এসে ক্লান্ত সে নদী 
ফেলে আসা পথে চায়,
সব পথ আজ শেষ হোলো বুঝি 
সাগরের ঠিকানায়।
কত পথ সে পার হয়ে এল
কত দেশ প্রান্তর,
উদ্দাম স্রোতে ভেঙেছে গড়েছে
 কতই না বালুচর।

আজ নেই তার কূলভাঙা ঢেউ নেই সেই স্রোতধারা,
সময়ের স্রোতে ভেসে গেছে সব
ফিকে সব স্বপ্নরা।
পরিচয় তার ছিল যতটুকু 
মুছে যাবে ক্ষনিকেই 
অপার সাগর, অ থৈ জলেতে
হারাবে সে অচিরেই।
সাগরের বুকে জমা হবে তার
বয়ে আনা জলরাশি,
যা ছিল নিজের, রইবে না আর
সব যাবে ঢেউয়ে ভাসি।
এ কী আনন্দ, না কী বিষাদ
ভাবে সেই স্রোতস্বিনী,
নিজেরে হারায়ে সুখ কিছু আছে। 
দুঃখ বা কতখানি ?
চঞ্চল স্রোতে যারা ছিল সাথী
কে কোথায় আজ তারা! 
মোহনায় এসে শান্ত তটিনী
বোবা কান্নায় সব হারা।
জমেছে বুকেতে নুড়ি আর বালি 
ধীরে তাই পথ চলা,যা গেছে হারায়ে, যা গেছে ফুরায়ে
সকলি থাক শুধু না বলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much