কর্পোরেট কান্না
কর্পোরেট তোমাকে দেখেছিলাম রাতের নিয়ন আলোয়
তুমি কাঁদছিলে একান্ত আঁধারে
কিন্তু কেউ দেখতে পায়নি
এরকম অনেকেরই কান্না দেখেছি , আওয়াজ শুনতে পাইনি
না না এসব আন্দাজের কথা বলছি না
এই তো সেদিন একা একা পার্কে বসে সিগারেট টানা মেয়েটিকে দেখে বলেছিলাম
তুমি ও আমার সমানুপাতিক
পরিষ্কার বুঝতে পারা মানুষের মাত্র একটিই শব্দ, "অনবদ্য....👌🏻"
উত্তরমুছুন