তাহাজ্জুদে বসেছি আজ প্রভুর দরবারে
তাহাজ্জুদে বলেছি আজ প্রভুর দরবারে,
শান্তি তুমি কবে দেবে বলো আমারে?
দুখে ভরা আমার জীবন সইতে পারিনা,
বিনাদোষে অপরাধী মানতে পারছি না;
চোখের জলে নালিশ দিলাম আজকে তোমারে!
তাহাজ্জুদে বলেছি আজ প্রভুর দরবারে।।
মেনে চলি তোমার ভয়ে তোমারি বিধান,
সময় কাটাই তোমার ধ্যানে পড়ি পাক কোরান ;
শয়তানেরি পাঁকে পড়ে জ্বলছি আমি হায়,
প্রভু তুমি বলে দাও আজ বাঁচার কী উপায়?
কেনো বলো দিলে আমায় পাপের সংসারে?
তাহাজ্জুদে বলেছি আজ প্রভুর দরবারে!
শান্তি তুমি কবে দেবে বলো আমারে?
রচনাকাল:-৩১/০৯/২০২১ ভোর ৫ টা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much