স্মারক স্তম্ভ
দিশাহীন প্রান্তে নতমস্তকে দাঁড়িয়ে গুনছে প্রহর
আর্তনাদ এখন উলঙ্গ শিশুর নিত্য কথা
আলোর নিচে তাবু গেড়েছে অন্ধকার
প্রতিবেশীর লাশে ভরাট হয় কবর ধ্বংসের উল্লাসে রসদ জোগায় উলঙ্গ ভারতবর্ষ
ঊর্ধ্ব বাহু নিয়ে ভিজতে থাকে বিরামহীন জীবন
ফিবছর স্বাধীনতা এলে জনগণ নতমস্তকে স্মরণ করে বীরগাথা
বীরেরা আলোর নিচে শোনায় আর্তনাদের কাহিনী
বিকৃত ইতিহাস ডানা মেলে ওড়ে
সংবিধানের জলসায় তারস্বরে ধর্মসংগীত বাজে
আমরা নেচে উঠি
স্মারক স্তম্ভের মাথায় শকুনেরা সভা করে
সুন্দর একটা সংখ্যা উপহার দেওয়ার জন্য সম্পাদক মহাশয়কে অনেক শুভেচ্ছা।
উত্তরমুছুন