নিশিতের তারা
যাপন ঘরের গোপনে রাখা আছে হিরন্ময়ী
এক এক করে আমার বিশ্বাস আত্মবিশ্বাসের আলোতে
চোখের জলে কখন বৃষ্টি মিশে দীঘির পদ্ম পাতায় স্থির
সুখ দুঃখের ভার নিয়ে বৈঠার কঠিণ পথ চলা
আজ বুঝি একেলা পথের ঠিকানা বিহীন আমি
কিছু আলোক দ্যুতির সন্ধানে নিশিতের তারারা
হাতছানি দিয়ে যায়।
অনেক ক্লান্তি পার করে জীবন বিশ্বাসে, তারাদের বিজয় সম্মেলনে, হিরন্ময়ী পরশ খুঁজে নেওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much