রূপসী বর্ষা
হঠাৎ দমকা হাওয়া ছোটে চারিদিকে
আকাশের নীল ঘিরে যায় আঁধারে।
মেঘ থেকে ঝরে পরে বরষন ধারা,
কখনো অঝোর ধারায় কখনো টুপটাপ সুরে।
মনে পড়ে সেই ভুলে যাওয়া গান-
বৃষ্টির রিনিঝিনি শব্দে ফিরে আসে সেই চেনা সুর,
হারানো স্মৃতিরা ফিরে আসে বারে বারে।
বর্ষাকে আলিঙ্গন করার শত আয়োজন-
কদম ফুলেরা ফোঁটে গাছের শাখায়
ময়ূর পেখম মেলে নাচে তালে তালে
মেঠো পথ ভিজে ওঠে বৃষ্টির ছোঁয়ায়
সবুজ শ্যামলে ভরে ওঠে ধরনী।
নব উল্লাসে জেগে ওঠে হৃদয়,
পাহাড়ি ঝর্ণা ফিরে পেল প্রান।
সাঁঝের বেলায় ম্রিয়মান আলোয়,
ভেসে আসে মেঘের গর্জন।
বৃষ্টির নূপুর বাজে তমাল বনে-
থৈ থৈ জলে হাঁসেরা খেলে জলকেলি
পাল তোলা নৌকা ভাসে ঢেউয়ের স্রোতে।
ঘর ছাড়া মন রয়না আজ ঘরেতে-
ফিরে পেতে চায় ফেলে আসা দিন
কলাপাতার ভেলায় করে ভিজতে বৃষ্টিতে
বাদল দিনে হাঁটতে কেয়ার বনে
টিনের চালের টুপটাপ শব্দে ঘুমিয়ে পড়তে
রূপসী বরষা আসুক নব নব রূপে,
বর্ষার স্নানে শুচি হোক ধরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much