ডাকবাক্স
সেই তো উনিশ শতকের পর
হতে, পড়ে আছি অযত্নে অবহেলায়,
অপেক্ষা করি দিনের পর দিন
মাসের পর মাস গড়িয়ে বছর,
কতকাল ডাকপিয়নের ডাক শুনিনা,
ডাকঘর বানিয়েছে ভৃমিঅফিস
আমাকে ফেলে রেখেছে ময়লার স্তুপে।
জানো, অপেক্ষায় থেকে থেকে
গায়ে মরচে পড়ে।
সুখ দুঃখ ভালোবাসারা ছিলো
এ ডাকবাক্সে ভরা
খুব খাঁটি ছিলো আমাদের প্রণয় কথা
এ যুগের মুঠো ফোনের মতো
সস্তা নয়,
আমার খসে পড়া জঙ ধরা দেহে
যদি মায়া হয় চিঠি দিও
করুণা করে হলেও একটা চিঠি লিখো
তোমার যতো এলোমেলো
ভাবনা আছে ,
ওখান থেকে একটা শব্দ তুলে দিও।
যদি ভাবনারা নাইবা আসে অন্তত ,
সাদা কাগজে তোমার আঙুলের স্পর্শ দিও।
যদি ভুল বানানে মাটিতে ছুঁড়ে
ফেলো সমস্ত কাগজ
ঐ ছেঁড়া কাগজের টুকরো টুকু দিও
মন থেকে শব্দেরা যদি মুছেও যায়,
তবুও খামে ভরে দিও টকটকে
কিছু গোলাপের পাপড়ি।
ময়ূরের পেখম হতে নিও গাঢ় সবুজ রঙা নীল পালক,
প্রজাপতির ফোটা ফোটা পাখনা হতে হাজার বুটি টিপ ।
সূর্য থেকে চেয়ে নিও রোদে ভেজা এক ফোঁটা শিশির,
না হয় দিও ভোরে ডাকা দোয়েল পাখির শিষ
ভুল করে হলেও ভুলে চিঠি দিও
খামে,
মিথ্যা করে হলেও, বলো ভালোবাসা নিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much