১৩ এপ্রিল ২০২১

মাহমুদা রহমান ( যুক্তরাষ্ট্র , নিউইয়র্ক )




জৈবিকঘাতক


এবার আমার আমিত্ব জানান দেবো ,

প্রবল অনুভূতির দীঘিটি যেনো বিরান ছিলো !

হৃদয়ের পড়ে থাকা পিপাসার্ত সেই তির্যক দৃষ্টি 

এখনো  তোমার ,

সময় বরফে ক্ষীণ হিমায়িত আচ্ছাদিত বুকের 

তুষার !

প্লাবনের তীব্র স্রোতে নির্গত  লাভার প্রয়োজনে 

একাকী  স্রোতস্বিনী  ,

তোমার অনুভূতির সুক্ষ স্নায়ুকণার ভেঙে যাক 

রীতির প্রাচীর !

বহুবছরের সুপ্ত প্রবল অনুভূতির বিশাল শুকনো 

দীঘিটি প্রবল আছড়ে আজ ,

আড়চোখে পুরোনো দৃষ্টিতে  দুর্বার পাবার !

ঠিক তাই হয়তো জমে আছে বিনিদ্রার  অফুরান 

ক্ষুধা ,

জৈবিক শেষ ভোজ বিক্ষিপ্ত নির্বোধ কেনো এ 

বিশ্বাসঘাতকতা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much