১৩ এপ্রিল ২০২১

মোঃ হা‌বিবুর রহমান




জীবন‌বোধ



জীবন তো বু‌ঝি এভা‌বেই অনা‌দিকাল পর্যন্ত বহমান থাক‌বে একেবা‌রে মহাপ্রলয়ংক‌রের আগ মুহূর্ত পর্যন্ত। কখনও মে‌ঘে ঢে‌কে যা‌বে আবার সূ‌র্যের রোদ এ‌সে তা‌কে ক্ষে‌দিয়ে পদ্মা পার ক'র‌বে আবার হয়ত বা কোন দিন মেঘ ও রোদ দু'‌টোর যে‌কোন একটার প্রতাপ বা রাজত্ব দীর্ঘক্ষণ যাবৎ আকা‌শে দৃশ্যমান থাক‌বে। 


        জীব‌নের স্বল্পকালীন জমা মেঘগু‌লো স‌রে গে‌লেই হয়তবা জীব‌নের আকাশটা নীল হ‌য়ে পূ‌র্বের মত আ‌বিভূর্ত হ‌বে, শুভ্র রঙ্গীন আ‌লোয় যেন জীব‌নের দিগন্ত‌টি উদ্ভা‌সিত হ‌বে আর আমার-আপনার জীব‌নের সকল কর্মকান্ডগু‌লোও এ‌কেবা‌রে স্বাভা‌বিক হ‌'য়ে আস‌বে ধী‌রে ধী‌রে।


            আর এছাড়া জীব‌নের মেঘ য‌দি দীর্ঘক্ষণ স্থায়ী হয় কিংবা এ‌কেবা‌রে নাইবা কা‌টে, কোন অসু‌বিধা তো হবার কথা নয়। যে‌হেতু, এই কষ্টগু‌লোর কশাঘা‌ত জীব‌নের বি‌ভিন্ন প‌রিস‌‌রে খে‌তে খে‌তে তা একপ্রকার যেন সহনীয় এক পর্যা‌য়ে এ‌সে আজ দাঁ‌ড়ি‌য়ে‌ছে।

                    

                বড় বড় কষ্ট, দুঃখ আর বেদনা সহ্য ক'র‌তে ক'র‌তে সেগু‌লো যেন আজ ন‌স্যির মত হ'য়ে গে‌ছে। আর যে বেপ‌রোয়া চ‌লে আর একলা চলা যার বহু আ‌গে থেকেই অভ্যেস গ‌ড়ে উ‌ঠে‌ছে তার কা‌ছে তো এটা কোন ক‌ষ্টের বিষয়ই নয় বরং তার কা‌ছে থোড়াই কেয়ার করার মত অবস্থা আর‌ কি! 


গদ্য

                                  

                      আর তাই সে বু‌ড়ো আঙ্গুল দে‌খি‌য়ে দে‌খি‌য়ে সোজা আ‌গে বাড়‌তেই পা‌রে আর বল‌তেই পা‌রে যে' "who cares" আ‌মি কা‌রো খাই না প‌রি না কা‌রো চাকুরী ক‌রি।

                                                 

                         

আস‌লে সৃ‌ষ্টিকর্তার না‌মে সদা পথ চ'ল‌লে কোন বিপদই বু‌ঝি বিপদ ম‌নে হয় না। তাই আমা‌দের জীব‌নের সকল চলার পথ শুরু হোক একমাত্র পরম করুণাময় সৃ‌ষ্টিকর্তা আল্লাহতায়া'লার না‌মেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much