২১ জানুয়ারী ২০১৯

দূরত্বটুকু

ডোনা মাঝি

কেমন আছ , কেমন আছি , দুটির মধ্যে দুই মেরুর দূরত্ব , এক বরফ শীতল নীরবতা ।

কাঁচ ভাঙা টুকরো টুকরো আলোয় ফেলে আসা সলমাচরী স্মৃতিরা কখন যেন শিল্প হয়ে ওঠে ।

স্বঘোষিত গুহায় জরিপী নক্সায় ইঁট গাঁথে নাটকীয় সংলাপ ।

পদ্মপাতার ঢাল গড়িয়ে নামতে নামতে বাষ্পীভূত হয় জানালায় রাখা শতাব্দীরা ।

দীপ্ত মোমবাতির দুর্নিবার আকর্ষণে জ্বলে পশমীয়া ক্লান্তি মাখা চন্দনী সোহাগ ।

তুলোভরা নরম বালিশে কারিগরি মাঝরাত জীবন প্রচ্ছদের ত্রিভুজ আঁকে ।

পারদসম  সময় ছিটকে ছড়িয়ে পড়ে হাওয়াই বাজির  আঁধার কালোয় শেষ হ‌ওয়ায় ।

সে গন্ডী পার করে কেমনে ওড়াই পালক প্রিয় হরিণের বনে ,
বলো কেমনে সাজাই বাগান , সাজানো বাগানে ।

সব সময় বলে যাওয়া যায় না
তাই তো আজ এসেই কথা বলে নিলাম প্রিয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much