স্বজন
ছন্নছাড়া শব্দদের ধর
আপনকরে মটকে দে ঘাড়
মন্ত্রবলে আনিয়ে দে জ্বর
খুব তাতাড়ি হবে সে পার
এটাই এখন কলির নিয়ম
শব্দে যব্দ হবেনা আর
হবেনা আর সত্যেরইদম
এটাই এখন কালের নিয়ম !
মিথ্যে বললে তুমিই রাজা
পারো কিংবা না পারো কাজ
স্বার্থ শেষে ব্যান্ডটা বাজা
পালিয়ে শেষে বুকেতে বাজ
সহ্য হবে রাজাবাবুর
অপর লোকে নিয়েছে তা
নিলেই কাবু নিজের মানুষ
অপর কি আর বাঁচাবে তা !
নিজের মানুষ নিজের থাকে
এ কথাটি বুঝবে যেদিন
সেদিন তুমি শেষ করেছো
নিজের রাজ্যে নিজ বেদুইন !
চোখের জল ভাসিয়ে তাঁরা
বুকের ভেতর সঙ্গবয়ে
ব্ন্ধু সেজন হৃদয়তাঁরা
দাঁড়িয়ে থাকে অসময়ে
শুরু হলো স্বপ্নসিঁড়ি
উত্তরমুছুনখুব ভালো লাগছে
উত্তরমুছুন