গীতা চক্রবর্তী
যুদ্ধ পলাতক দুরন্ত ঘোড়া,
ভালোবাসার মানুষটিকে হারিয়ে,
অবিরাম খুঁজে চলছে এখন,
কোনো এক শরীরি মানবীকে ।
ভালোবাসলেও ,সন্দিহান।
হয়তো বোঝার ভুলে।
অবিরাম ছুটে যাওয়ার মাঝেই
ক্ষনিকের বিরতি সুখ,
জোরদার আবদার
তুমি শুধু আমার, শুধু আমার।
কে জানে কোথায় ভাসিয়ে দেবে অজ্ঞাত পরিচয় হীন স্রোতে।
কায়াহীন দেয় শুধু মাত্র মায়া ,
এ কোন ছলনা
বিপদের কোনো কন্ঠস্বর ,
আর টাইপে ফুটে ওঠে
সে কি মানুষ , না কি অশরীরী কিছু ?
সত্যি করে বলতো কেউ কি দেখেছো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much